নুর উদ্দিন সুমন,হবিগঞ্জ : অনলাইনগণমাধ্যমকে অস্বীকার করার কোন উপায় নেই।, অনলাইন গণমাধ্যম হলো বর্তমান পৃথিবীর বাস্তবতা। এই বাস্তবতাকে এখন আর কেউ অস্বীকার করতে পারবেনা। আমরা চাই ডিজিটাল উন্নয়নের ক্ষেত্রে অনলাইন সাংবাদিকদের পেশার মানগতদিকের উন্নয়ন। বর্তমান সময় তথ্য-প্রযুক্তির। মানুষ এখন টিভি ও প্রিন্ট মিডিয়ার চেয়ে অনলাইন গণমাধ্যমের দিকে ঝুকছে। তাই অনলাইন সাংবাদিকতার ভবিষ্যত খুবই উজ্জল। অনলাইন নিউজ পোর্টাল মানুষের চাহিদা পূরণে ভুমিকা রেখে যাচ্ছে। এসব গণমাধ্যম এখন সময়ের চাহিদা। মানুষ ক্রমেই ইন্টারনেট নির্ভর হয়ে যাচ্ছে। একই সাথে অনলাইন সাংবাদিকতার গুরুত্ব ও প্রয়োজনীয়তা বৃদ্ধি পাচ্ছে। সাংবাদিকতা একটি মহান পেশা তাই যারা অনলাইন সাংবাদিকতায় সম্পৃক্ত তাদের উচিত হলো দেশ ও জনগণের কল্যাণে ভাল দিক নিয়ে কাজ করা। সংবাদ প্রচারে বস্তুনিষ্টতার বিকল্প নেই। ইন্টারনেটের মাধ্যমে যেহেতু দ্রুত সংবাদ প্রচার হয় তাই এক্ষেত্রে তুলনা মুলক বেশী সচেতনতা অবলম্বন করতে হবে। ভাল সংবাদ দ্রুত প্রচারের কর্মরতদের প্রশিক্ষনের মাধ্যমে দক্ষতা অর্জন করতে হবে। এ ক্ষেত্রে সবধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে এডিআইজি বলেন, সরকার ডিজিটাল বাংলাদেশ গঠনের সহায়ক হিসেবেই অনলাইন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রনয়ন করছে। অনলাইন নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এই সেক্টরটিকে ভয়াবহ না ভেবে সহজ হিসেবেই গ্রহণ করতে হবে। বিশেষ অতিথি তারেক মমোহাম্মদ জাকারিয়া বলেন: অনলাইন নিউজ পোর্টালের যৌক্তিকতা ও প্রয়োজনীয়তা রয়েছে, প্রতিদিন রাতে শুয়ে শুয়ে অনলাইন পত্রিকা গুলো ভিজিট করে জানা যায় কোথাও কোন ঘটনা ঘটেছে, তাই অনলাইন সংবাদের গুরুত্ব বেশি। পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ বলেন অনলাইন গণমাধ্যমের নীতিমালা না থাকায় কিছুটা সমস্যা পরিলক্ষিত হচ্ছে, যারা অনলাইনে কাজ করছেন, তাদের প্রশিক্ষনের মাধ্যমে দক্ষতা অর্জন করতে হবে। প্রশিক্ষনের ব্যবস্থা করতে হবে। কর্মদক্ষতা ও বস্তুনিষ্টার মাধ্যমে কাজ করতে হবে। তথ্যপ্রযুক্তির সহায়তায় তথ্যের স্বচ্ছতা বিধানের মাধ্যমে দুর্নীতি ও অদক্ষতা নির্ণয় করা সহজ হয়। সুনির্দিষ্ট পরিকল্পনা এবং তার বাস্তবায়ন কৌশল ছাড়া ‘সোনার বাংলা’ বাস্তবায়ন সম্ভব হবে না। এজন্য অনলাইন সাংবাদিকদের দ্বায়িত্বশীলতার সাথে দেশের জন্য কাজ করতে হবে। সৎ ও গ্রহন যোগ্য সংবাদ পরিবেশনের মাধ্যমে তরুণ প্রজন্মের সাংবাদিকদের এগিয়ে নিতে হবে। সাংবাদিকদের লিখনী যেন অসহায়, নির্যাতিত, অবহেলিত জনপদের কথা বলে। সাংবাদিকরা দেশ ও জাতির অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করতে হবে। প্রেসক্লাব সভাপতি মোঃ শাবান মিয়া বলেন অনেক সময় জীবনের নিরাপত্তা নিয়ে সাংবাদিকরা শঙ্কিত থাকেন । এসব হুমকি মোকাবিলায় ও নিজেদের পেশাগত দক্ষতা বাড়াতে সংগঠনের সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এতেই দেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। ২৭অক্টোবর শনিবার সকাল ১১টায় হবিগঞ্জ মুক্তিযোদ্ধা হল রুমে আয়োজিত অনলাইন প্রেসক্লাবের অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানে অনলাইন প্রেসক্লাবের সভাপতি দৈনিক জনকন্ঠের হবিগঞ্জ সংবাদদাতা মোঃ রফিকুল হাসান চৌধুরী তুহিন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক করাঙ্গী নিউজ.কমের সম্পাদক সিদ্দিকুর রহমান মাসুমের সঞ্চালনায় প্রথমে কেক কাটার মধ্যদিয়ে কুরআান তিলাওয়াত করেন সংগঠনের সদস্য মহসিন সাদেক । এতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মিডিয়া বান্ধব জয়দেব কুমার ভদ্র। বিশেষ অঅতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারিক মোহাম্মদ জাকারিয়া,পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, পররাষ্ট্রমন্ত্রণালয়ের সহকারী সচিব জিয়াউর রহমান জিয়া, জেলা গোয়েন্দার ওসি ওয়াহিদুর রহমান পিপিএম, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ শাবান মিয়া, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ আহমুদুল হক, রূপালি ব্যাংকের ডিজিএম হেমন্ত কুমার দাস, জাতীয় পার্টির এমপি প্রার্থী মুনিম চৌধুরী বুলবুল, ডাঃ জমির আলী, ব্যবসায়ী নেতা লেবু মিয়া, কবি সাহিত্যিক তাহমিনা বেগম গিনি, দূর্ণীতি প্রতিরোধ কমিটির ভাইস প্রেসিডেন্ট সৃতি চৌধুরী, সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক মোঃ শরীফ চৌধুরী, দৈনিক হবিগঞ্জের বানীর সম্পাদক জিয়া উদ্দিন দুলাল, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি এস এম খোকন, সহ সভাপতি এমএ জলিল,সহ সাধারণ সম্পাদক মোঃ মামুন চৌধুরী,আনোয়ার হোসেন,মহসিন সাদেক,
সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন জাবেদ, কোষাধ্যক্ষ শাহ কামাল সাগর, দপ্তর সম্পাদক শাহ মামুনুর রহমান, ক্রিড়া সম্পাদক শেখ তানভীর, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুর রকিব, সদস্য সুনীল দাস, নাছিমা প্রমুখ।