প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৬, ২০২৪, ১০:২০ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩, ২০২২, ৪:২৩ এ.এম
নবীগঞ্জে বন্যার্তদের মাঝে এমপি মিলাদ গাজীর ত্রাণ বিতরণ
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য শাহনওয়াজ মিলাদ গাজী।
২ জুলাই শনিবার দিনব্যাপী নবীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে পৃথকভাবে ৭’শ প্যাকেট শুকনো খাদ্য সামগ্রী , নিয়মিত ও শিশু খাদ্য বিতরণ করেন তিনি। নবীগঞ্জ সরকারী কলেজ, ৭নং করগাঁও ইউপির আঞ্জব আলী উচ্চ বিদ্যালয়, ১নং বড় ভাকৈর ইউপির এসএমপি উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন- নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড. গতি গোবিন্দ দাশ, নবীগঞ্জ কল্যান সমিতি সিলেটের সভাপতি মনসুর আলী,সাধারণ সম্পাদক এডভোকেট আবুল ফজল, ৭নং করগাঁও ইউপির চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানা, ১নং ইউপি চেয়ারম্যান রঙ্গলাল দাশ,
আওয়ামীলীগ নেতা দুলাল মিয়া, এটিএম রুবেল, দিপন ধর, পিকলু চৌধুরী, পিন্টু রায়, আলমগীর চৌধুরী সালমান ও বিভিন্ন পর্যায়ের আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ কর্মীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় তিনি বন্যা কবলিত এলাকাগুলো পরিদর্শন করেন ও বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে সমাজের সবাইকে এগিয়ে আসার জন্য আহবান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম খোকন, মোবাইলঃ ০১৭১১-৯১২৫৮৪, ০১৫১১-৯১২-৫৮৮৪। ই-মেইলঃ banglakanthonews@gmail.com, ওয়েবঃ banglakantho.com