হবিগঞ্জের বানিয়াচংয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৌড়ি লাল দাস (৪০) নামে এক মৎস্যজীবীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ১০নং সুবিদপুর ইউনিয়নের ভাটিপাড়া গ্রামের বাসিন্দা।
২৮ জুন মঙ্গলবার সকাল ৯টায় হাওড়ে নৌকাযোগে মাছ ধরতে গিয়ে তিনি অসাবধানতাবশত হাতে থাকা কাচা বাঁশ (চইর) মেইন তারে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে পড়ে নিখোঁজ হন। খবর পেয়ে হবিগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিদল এসে ২ ঘন্টা চেষ্টার পর মৃত অবস্থায় তাকে উদ্ধার করেন।
মোঃ আবুল কাশেম চৌধুরী ও পদ্মাসন সিংহ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকার চেক তুলে দিচ্ছেন। ছবিঃ বাংলা কণ্ঠ
এর পরই তাৎক্ষণিক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী ও উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ধর্মীয় কার্য সম্পাদন করার জন্য মৃতের পরিবারকে ২০ হাজার টাকা প্রদান করেন।
এসময় অন্যান্যে মাঝে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধনমিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাস প্রমুখ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply