গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল ওমর সানী-মৌসুমীর সম্পর্কে চিড় ধরেছে। নেপথ্যে রয়েছে চিত্রনায়ক জায়েদ খান। দেড় বছর ধরেই নাকি এই তারকা দম্পতির সম্পর্কে টানাপড়েন চলছিল। জায়েদ খানের বিরুদ্ধে ওমর সানীর বিস্তর অভিযোগ থাকলেও একই ছাদের তলায় থাকা মৌসুমীর বক্তব্য একেবারে বিপরীত।
জায়েদ খুব ভালো ছেলে এবং তিনি কখনো তাকে বিরক্ত করেননি বলে দাবি করেন মৌসুমী। এমন পরিস্থিতিতে সানী-মৌসুমীর ২৭ বছরের সংসার ভেঙে যাচ্ছে কিনা সেই শঙ্কা জাগে তার ভক্ত-শুভানুধ্যায়ীদের মধ্যে।
এমন অস্থিরতার মধ্যে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটের দিকে প্রকাশিত হয় একটি স্থিরচিত্র। যেখানে এক টেবিলে দেখা মিললে সানী-মৌসুমী দম্পতিকে। সাথে ছিলেন ছেলে ফারদিনসহ পরিবারের অন্য সদস্যরাও। ছবিটি ওমর সানী নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে শেয়ার করেন। ক্যাপশনে লিখেন, ‘সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য।’
এই ছবিটি পোস্ট হতেই তা ভাইরাল হয়ে যায়। আবারো এক হয়ে যাওয়ায় সানি-মৌসুমীর ভক্তরা তাদের অভিনন্দন জানান।
Designed by: Sylhet Host BD
Leave a Reply