1. sm.khakon@gmail.com : bkantho :
নারীনেত্রী রুবী হক স্মরণে হিউম্যান রাইট কমিশন যুক্তরাজ্য শাখার আলোচনা সভা ও মিলাদ মাহফিল - বাংলা কণ্ঠ নিউজ
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১১:০৩ পূর্বাহ্ন

নারীনেত্রী রুবী হক স্মরণে হিউম্যান রাইট কমিশন যুক্তরাজ্য শাখার আলোচনা সভা ও মিলাদ মাহফিল

মতিয়ার চৌধুরী, লন্ডন
  • শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ১০১ বার পড়া হয়েছে
নারীনেত্রী রুবী হক স্মরণে হিউম্যান রাইট কমিশন যুক্তরাজ্য শাখার আলোচনা সভা ও মিলাদ মাহফিল

৯ জুন বৃহস্প্রতিবার বিকেলে পূর্বলন্ডনের বাংলা টাউনে লন্ডন বাংলা প্রেসক্লাব মিলনায়তনে সদ্য প্রয়াত নারীনেত্রেী বাংলাদেশ হিউম্যানরাইট কমিশন ইংল্যান্ড (মহিলা শাখার) সভাপতি ও  একাত্তরের ঘাতক-দালাল নির্মুল কমিটি যুক্তরাজ্য শাখার সেক্রেটারী রুবী হক স্মরণে বাংলাদেশ হিউম্যান কমিশন যুক্তরাজ্য ও   ইংল্যান্ড শাখা এক মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে।

বাংলাদেশ হিউম্যান রাইট কমিশন যুক্তরাজ্য শাখার সভাপতি আব্দুল আহাদ চৌধুরীর সভাপতিত্বে ও  যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সম্পাদক জামাল আহমদ খানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ। সভায় বক্তারা বলেন রুবী হকের অকাল মৃত্যুতে বাঙ্গালী কমিউনিটির অপূরনীয় ক্ষতি হয়েছে। তার সন্তানেরা হারিয়েছে তাদের মা-কে কমিউনিটি হারিয়েছে একজন যোদ্ধাকে।  রুবি হক ছিলেন স্পষ্টবাদী এবং ধার্মিক। তিনি কোন দিন অন্যায়ের সাথে আপোষ করেননি।

একজন মানবাধিকার কর্মি হিসেবে তিনি মানুষের সেবা করেছেন। ঠিক তেমনি ভাবে দেশ বিরোধী অপশক্তি এবং স্বাধীনতা বিরোধীদের সাথে আপোষ করেননি। বিশেষ করে ব্রিটেনে পালিয়ে থাকা যুদ্ধাপরাধীদের দেশে ফিরিয়ে নিয়ে বিচারের কাঠগড়ায়  মুখোমুখি করতে  অগ্রনী ভূমিকা পালন করেছেন। ঠিক তেমনি বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচারকে তরান্তিত করতে কাজ করেছেন।  রাজনৈতিক পরিবারে জন্ম এবং বেড়ে উঠা রুবী হক দেশ বিরোধী ও মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীদের সাথে কোন দিনই আপোষ করেননি।  প্রধান অতিথির বক্তব্যে সুলতান মাহমুদ শরীফ বলেন রুবী হকের স্মৃতিকে ধরে রাখতে তার নামে ব্রিটেনে একটি ঠ্রাষ্ট গঠনের আহবান জানান।

অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ হিউম্যান রাইট কমিশন ইংল্যান্ড শাখার সভাপতি তারাউল ইসলাম, সহসভাপতি আব্দুল হাফিজ বক্কর, যুক্তরাজ্য একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও বাংলাদেশ মানবাধিকার কমিশন ইংল্যান্ড শাখার সহসভাপতি সাংবাদিক মতিয়ার চৌধুরী, পরিবারের পক্ষ থেকে রুবী হকের চাচা শাহ আলফাজুর রহমান, তার স্বামী বিশিষ্ট রাজনীতিবিদ কবি এডভোকেট মুজিবুল হক মনি, ভাই

সাংবাদিক শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, ভন্নিপতি স্বদেশ-বিদেশ সম্পাদক বাতিরুল হক সরদার, রুবি হকের সহকর্মি হেলন ইসলাম, রচা আনসা, মিতা কামরান, সাংস্কৃতিক কর্মি নূরুল ইসলাম, শহীদ সন্তান বাবুল হোসেন, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাদ আহমদ সাদ, সাবেক কাউন্সিলার সোনাহর আলী,  টাওয়ার হ্যামলেটস এর  সাবেক স্পীকার আহবাব হোসেন,  এসেক্স মানবাধিকার এর সভাপতি আব্দুল মজিদ, সৈয়দ ছুরুক আলী, আহমদ হাসান , কামরান আহমদ প্রমুখ। রুবী হকের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন মৌলানা মাহমুদ  আলী।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD