1. sm.khakon@gmail.com : bkantho :
নবীগঞ্জে জাকজমকভাবে ত্রিকাশদর্শী লোকনাথ ব্রম্মচারীর ১৩২ তম তিরোধান উৎসব পালন - বাংলা কণ্ঠ নিউজ
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৯ পূর্বাহ্ন

নবীগঞ্জে জাকজমকভাবে ত্রিকাশদর্শী লোকনাথ ব্রম্মচারীর ১৩২ তম তিরোধান উৎসব পালন

নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি
  • শনিবার, ৪ জুন, ২০২২
  • ৭২ বার পড়া হয়েছে

নবীগঞ্জ উপজেলা লোকনাথ সেবা সংঘের উদ্যোগে পৌরএলাকার আক্রমপুর মন্দিরে ত্রিকালদর্শী পরমপুরুষ শ্রী শ্রী লোকনাথ ব্রম্মচারী বাবার ১৩২ তম তিরোধান উৎসব ১৯ শে জৈষ্ট্য  ৩ জুন শুক্রবার দিনব্যাপী  বিভিন্ন অনুষ্টানমালার মধ্য দিয়ে পালন করা হয়েছে।

অনুষ্টানমালার মধ্যে ছিল বাল্যভোগ,রাজভোগ,বিশেষ প্রার্থনা,জীবনী পাঠ,লীলা কীর্তন,সমবেত প্রার্থনা, আনন্দবাজারে প্রসাদ বিতরন। এতে কীর্তন পরিবেশন সিলেট গোয়াইনঘাটের প্রনজিত দেবনাথ,দত্তগ্রামের সঞ্জয় দাশ। উৎসব কমিটির দিলীপ বনিকের সভাপতিত্বে এব্ং সাধারন সম্পাদক রিপন দেবের পরিচালনায় অনুষ্টানে উপস্থিত ছিলেন,উপজেল হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়,সাদারন সস্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল,উপজেলা লোকনাথ সেবাসংঘের সভাপতি সুখেন্দু

পুরকায়স্থ,সাধারন সম্পাদক সাধন চন্দ্র দাশ,সাবেক সাধারন সম্পাদক রঞ্জিত চক্রবর্ত্তী নান্টু,পাদুকা উৎস কমিটির সাধারন সস্পাদক সুজিত পাল, প্রধান শিক্ষক প্রজেশ রায়, নীলমনি সুত্রধর,বিধান ধর, নীলকণ্ট সুত্রধর,ব্যবসায়ী উত্তম কুমার রায়, পিন্টু রায়, ব্যবসায়ী গোপিকা পাল, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক সলিল বরন দাশ,সুদীপ দাশ,রাকু দাশ, বিপুল দাশসহ অন্যান্য ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুরুপ অনুষ্টানমালার মধ্য দিয়ে সদর ইউনিয়নের পশ্চিম তিমিরপুর গ্রামে নিতেশ রায়ের উদ্যোগে এবং সোজাপুর লোকনাথ সংঘের উদ্যোগে লোকনাথ ব্রম্মচারীর  তিরোধান উৎসব পালন করা হয়েছে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD