হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দিঘলবাক এলাকায় কুশিয়ারা নদীতে বন্যা নিয়ন্ত্রণ ভেরীবাঁধ পরিদর্শন করেছেন হবিগঞ্জ জেলা প্রশাসক ইসরাত জাহান।
২২ মে রবিবার দুপুরে তিনি নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের দিঘলবাক গ্রাম,ফাদুল্লা ও পারকুল গ্রামের পাশে কুশিয়ারা নদীর বন্যা পরিস্থতিতে নিয়ন্ত্রণ ভেরীবাঁধ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক সংশ্লিষ্টদের বলেন, ভেরীবাঁধে কোথাও কোনো ক্ষতি বা ঝুঁকির আশংকা দেখা দিলে তাৎক্ষণিক সেগুলো মেরামত করতে হবে। তিনি বলেন ইতিমধ্যেই ঝুঁকিপূর্ণ স্থানে বালির বস্তা ফেলা হচ্ছে। তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার জনগণকে ভেরীবাঁধ রক্ষায় ঝুঁকিপূর্ণ হলে বাঁধে সম্পৃক্ত পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগের জন্য আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন-নবীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) শেখ মহিউদ্দিন, হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী রাতুল আহমেদ,নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাকিল হোসেন,স্থানীয় ইউপি চেয়ারম্যান ছালিক মিয়া, প্রেসক্লাবের সহ সভাপতি এম এ মুহিত, সদস্য ছনি চৌধুরীসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply