ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার রুকনপুর এলাকায় সিলেট থেকে ঢাকাগামী মিতালি পরিবহনের বাসের ধাক্কায় অটোরিকশার চালক সহ দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- নবীগঞ্জ উপজেলার রুকনপুর গ্রামের সিএনজি চালক আরশ মিয়া (২৪) ও নূরিয়া বেগম (৩৪)।
১৭ মে মঙ্গলবার দুপুর সাড়ে ১১টার দিকে মহাসড়কের রুকনপুর প্রাণ আর এফ এল কোম্পানির ডিপোর সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রোকনপুর থেকে সিএনজি চালিত অটোরিকশা (মৌলভীবাজার থ: ১১-৪৮৬৫) দিয়ে নুরিয়া বেগম বাহুবলের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে সিএনজি রোকনপুর ইউপির আরএফএল কোম্পানির সামনে শাখা রোড হতে মহাসড়কে প্রবেশ করে যাত্রী নামাতে গাড়ি থামায়। এ সময় তাৎক্ষণিক ঢাকাগামী এমআর পরিবহনের (ঢাকা মেট্টো ব-১৫-৭৫৫১) একটি বাস দ্রুত ও বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে ওই সিএনজিকে পেছন থেকে ধাক্কায় দেয়। এতে ঘটনাস্থলে সিএনজি চালিত অটোরিকশা চালক মৃত্যুবরণ করেন।
এসময় স্থানীয়রা সিএনজিতে থাকা যাত্রী নুরিয়া বেগমকে উদ্ধার করে বাহুবল হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শেরপুর হাইওয়ে থানার ওসি পরিমল চন্দ্র দেব জানান, বাসের চালক নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের মিজিমিজি গ্রামের মৃত. মহবত আলীর ছেলে নূর নবীকে (২৮) আটক ও দুর্ঘটনা কবলিত গাড়ি দুটিকে থানা হেফাজতে রাখা হয়েছে।
Leave a Reply