সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের মৃত্যুতে হাইকমিশনার সাইদা মুনা তাসনিমের গভীর শোক প্রকাশ করেছেন। এ উপলক্ষ্যে ১৪ মে শনিবার লন্ডন হাই কমিশেন জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় হাইকমিশনার মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর পরিবার, সংযুক্ত আরব আমিরাতের সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানান।
শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের ইন্তেকালে শনিবার বাংলাদেশ হাই কমিশন, লন্ডনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply