1. sm.khakon@gmail.com : bkantho :
নবীগঞ্জে ছাগল চুরি করতে গিয়ে জনতার হাতে ৪ চোর পাকড়াও - বাংলা কণ্ঠ নিউজ
May 31, 2023, 10:09 pm

নবীগঞ্জে ছাগল চুরি করতে গিয়ে জনতার হাতে ৪ চোর পাকড়াও

নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি
  • শুক্রবার, এপ্রিল ২৯, ২০২২
  • 0 Post View

নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের মুক্তাহার গ্রামে ২৮ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে ছাগল চুরি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়ে চোরচক্র ।

চোরদেরকে গ্রামবাসী আটক করলে স্থানীয় চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হয়ে প্রশাসনকে খবর দিলে নবীগঞ্জ থানা পুলিশ চোরদের আটক করে নবীগঞ্জ থানায় নিয়ে যান। চুরি করতে নিয়ে আসা টমটম গাড়ি জব্দ করে থানা পুলিশ ।

আটককৃত চোরের হলো,নবীগঞ্জ পৌর এলাকার সালামতপুরের মৃত ঝাড়ু মিয়ার পুত্র ফিরোজ,চৌষতপুরের হিরন মিয়ার পুত্র আক্তার মিয়া,বারইকান্দি গ্রামের মৃত আব্দুল জলিলের পুত্র ফজল মিয়া, চৌষতপুরের দুদু মিয়ার পুত্র কাউসার মিয়া।

চোরচক্রের জবানবন্দিতে দেওয়া আরও তিন সহযোগির নাম উল্লেখ্য করে- কল্যাণ দাশ পিতা ক্ষিতিশ দাশ, সাং মুক্তাহার, তাহের মিয়া পিতা তোয়াহিদ মিয়া, সাং মুক্তাহার, দুলাল মিয়া সাং বড়সাখোয়া যে, বিগত কিছু দিন আগে মুক্তাহার গোবিন্দ জিউর আখড়া ও একই সাথে ৫ টি বাড়ির মন্দিরে চুরি সংগঠিত হয় এবং গ্রামে প্রায়ই গরু চুরি হয়ে আসছে। এলাকাবাসীর মতে গ মন্দিরে চুরি ও গরু চুরিতে এই চোরচক্রের যোগসাজশ আছে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD