ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম জলবায়ু কূটনীতিতে অসামান্য অবদানের জন্য যুক্তরাজ্য ভিত্তিক বিশ্বখ্যাত ডিপ্লোমেট ম্যাগাজিন প্রদত্ত ডিপ্লোমেট অব দ্য ইয়ার এওয়ার্ড ২০২২ অর্জন করলেন। গেল ২৫ এপ্রিল সোমবার লন্ডনের বিল্টমোর মেফেয়ারে ২৫০জনেরও বেশী কূটনীতিকের উপস্থিতিতে এক বর্ণাট্য অনুষ্টানে ডিপ্লোমেট ম্যাগাজিনের সম্পাদক বাংলাদেশের হাইকমিশনারের হাতে এওয়ার্ডটি তুলে দেন। ব্রিটেনে এই প্রথম একজন বাংলাদেশী কূটনীতিককে এমন সম্মাননা প্রদান করা হল।
ডিপ্লোমেট অব দ্য ইয়ার এওয়ার্ড ডিপ্লোমেট ম্যাগাজিন ইউকে প্রদত্ত একটি বিশেষ মর্যদাপূর্ন আন্তর্জাতিক পুরস্কার যা ব্রিটেন ভিত্তিক ১৬৫টিরও বেশী দেশের রাষ্ট্রদূতদের মনোনয়ন ও ভোটের ভিত্তিতে প্রতিবছর প্রদান করা হয়। বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিমকে পুরস্কার প্রদানের সময় ডিপ্লোমেট ম্যাজিন সম্পাদক ভেনিশা ডি ব্লক কাফেলার বলেন লন্ডনে জলবায়ু কুটনীতিতে অসান্য অবদান ও নেতৃত্বের পাশাপাশি বাংলাদেশ ও ব্রিটেনের কুটনৈতিক সম্পর্ক জোরদারে অব্যাহত উদ্যোগ ও সাফল্যের জন্য তাঁকে এই সম্মাননা দেওয়া হয়েছে।
ডিপ্লোমেট অব দ্য ইয়ার এওয়ার্ড গ্রহন করে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বলেন এই স্বীকৃতি যা বিশেষ করে জলবায়ু কুটনীতির জন্য প্রদান করা হল তা আমার এবং আমার দেশের জন্য একটি বড় গর্বের বিষয়। আমি আমার প্রিয় রাষ্ট্রদূতদের কাছে কৃতজ্ঞ যে তারা আমাকে এই এওয়ার্ডের জন্য মনোনীত করেছেন।
হাইকমিশনার আরো বলেন এই এওয়ার্ড প্রাপ্তির ক্ষেত্রে আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছেও গভীরভাবে কৃতজ্ঞ যিনি আমাকে সিওপি-২৬ এবং ক্লাইমেট ভালনারেবল ফোরামে বাংলাদেশের প্রেসিডেন্সীর গুরুত্বপূর্ন বছরে লন্ডনে বাংলাদেশের জলবায়ু কুটনীতির সুযোগ করে দিয়েছেন। আমাদের প্রধানমন্ত্রী সিওপি-২৬এ জলবায়ু বিপর্যয়ে সবচেয়ে ঝুঁকির মুখোমোখি মানুষের বলিষ্ট কণ্টস্বর এবং অন্যতম প্রভাবশালী জলবায়ু নেতার কেবল ভ’মিকাই পালন করিনি এক্ষেত্রে আমাদেরও অশেষ অনুপ্রেরণা যুগিয়েছেন।
বিশেষ করে জলবায়ু কুটনীতি বিষয়ে তিনি আমাদের শিক্ষক স্থানীয়। হাইকমিশনার তাঁর এওয়ার্ডটি লাখো জলবায়ু অভিবাসী এবং বাংলাদেশ সহ বিভিন্ন দেশে বিপর্যয়ের শিকার অগণিত মানুষের প্রতি উৎসর্গ করেন। বিগত ১২বছর ধরে প্রচলিত ডিপ্লোমেট অব দ্য ইয়ার লন্ডনের কুটনীতিদের জন্য সবচেয়ে মর্যাদাপূর্ন স্বীকৃতি হিসেবে বিবেচিত এবং এটি লন্ডনে অবস্থিত ১৬৫টিরও বেশী দেশের কুটনীতিকদের কর্মদক্ষতা ও সাফল্যের একটি অন্যতম প্রতিফলক।
Designed by: Sylhet Host BD
Leave a Reply