প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৩, ২০২৫, ১:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৫, ২০২২, ৩:৫৮ পি.এম
নবীগঞ্জে বিদ্যুতপৃষ্ট হয়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু

নবীগঞ্জে বিদ্যুতপৃষ্ট হয়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। জানাযায়,২৩ শে এপ্রিল শনিবার মধ্যরাতে বয়ে কালবৈশাখীর ঝড়ে নবীগঞ্জ উপজেলার ৫ শতাধিক বাড়ীঘর ও অসংখ্য গাছপালা ভেঙ্গে লন্ডভন্ড হয়েছে। এতে খেটেখাওয়া দিনমজুর মানুষের ও কৃষকের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এই আকস্মিক ঝড়ে উপজেলার বিভিন্ন এলকায পল্লী বিদ্যুতের বেশ কয়েকটি খুটি ভেঙ্গ যায় এবং তার ছিড়ে মাটিতে পড়ে যায়। ২৪ এপ্রিল রবিবার বিকালে নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের উত্তর রতনপুর গ্রামের আব্দুল মালিকের শিশু কন্যা তানিসা আক্তার(৭) বাড়ীর লোকজনের অগোছরে বাড়ীর পাশে খুটি থেকে ছিড়ে পড়ে থাকা তারের সাথে জড়িয়ে পড়লে বিদ্যুতপৃষ্ট হয়ে যায়।
সাথে সাথে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। শিশুর মুত্যুতে তার পরিবারের লোকজনের মাঝে শোকের ছায়া নেমে আসে। এ সময় উত্তেজিত লোকজন পল্লীবিদ্যুতের বাংলা বাজার ইউনিটের কর্মীকে আটকে রাখেন। খবর পেয়ে নবীগঞ্জ থানাপুলিশ ঐ বিদ্যুত কর্মীকে উদ্বার করেন।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম খোকন, মোবাইলঃ ০১৭১১-৯১২৫৮৪, ০১৫১১-৯১২-৫৮৮৪। ই-মেইলঃ banglakanthonews@gmail.com, ওয়েবঃ banglakantho.com