৫৬ জন ব্রিটিশ এমপির বিরুদ্ধে যৌন নিপিরনের অভিযোগ আনা হয়েছে। পার্লামেন্টের অভিযোগ তদন্তকারী সংস্থা আইসিজিএস-এর কাছে এসব অভিযোগ রিপোর্ট আকারে উত্থাপন করা হয়েছে।
সানডে টাইমসের বরাত দিয়ে ডেইলি মেইল জানিয়েছে, ওই ৫৬ এমপির বিরুদ্ধে প্রায় ৭০টি যৌন অসদাচরণের অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ গুলোর মধ্যে যৌন হয়রানি থেকে শুরু করে গুরুতর অপরাধের অভিযোগও রয়েছে।সানডে টাইমস জানিয়েছে , কোনো তৃতীয় পক্ষ এই অভিযোগগুলো এনেছে এবং অভিযোগগুলো এখনও প্রমাণিত হয়নি।
যদিও এর আগেও ব্রিটিশ পার্লামেন্ট সদস্যদের বিরুদ্ধে এ ধরণের ব্যাপক অভিযোগ এসেছে। গত সপ্তাহে পাকিস্তানী বংশদ্ভোত এমপি ইমরান আহমদ খান যৌন হয়রানির অভিযোগে পদত্যাগ করেন। ২০০৮ সালে তিনি ১৪ বছরের এক কিশোরকে যৌন হয়রানি করেছিলেন। এর আগে কনজার্ভেটিভ দলের এমপি ডেভিড ওয়ারবারটনও নারীদের শারীরিকভাবে যৌন হেনস্থা করার অভিযোগে বরখাস্ত হয়েছিলেন।
এছাড়া গত বছর ধর্ষণের অভিযোগে এক কনজার্ভেটিভ এমপিকে গ্রেপ্তার করা হয়েছিল । সাবেক কনজার্ভেটিভ এমপি চার্লি এলফিকের বিরুদ্ধেও যৌন হেনস্থার অভিযোগ আনা হয়েছিল। ক্রমান্বয়ে সাড়া জাগানো ‘মি-টু আন্দোলনের’ প্রেক্ষিতে বৃটিশ এমপিদের এ ধরণের ব্যবহার প্রকাশ্যে আসতে শুরু করে।
স্কটিশ ন্যাশনাল পার্টি‘র (এসএনপি) দুই এমপির বিরুদ্ধেও যৌন হেনস্থার অভিযোগ গঠন করা হয়েছে। প্যাট্রিক গ্রাডি এবং প্যাট্রিসিয়া গিবসন নামের ও দুই এমপির বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে। ২০১৬ সালে একটি ক্রিসমাস পার্টিতে যৌন হেনস্থার অভিযোগ রয়েছে গ্লাসগো নর্থের এমপি গ্রাডির বিরুদ্ধে।
অপরদিকে, নর্থ আয়ারশায়ার এন্ড অ্যারানের এমপি গিবসনের বিরুদ্ধে অভিযোগ, তিনি পার্লামেন্টের স্ট্রেঞ্জার্স বারের সদস্যদের নিয়ে অসংগতিপূর্ণ মন্তব্য করেছেন। এসব অভিযোগ নিয়ে স্কটিশ ন্যাশনাল পাটির্র মুখপাত্র সাংবাদিকদের কাছে বলেছেন , যতক্ষণ এসব অভিযোগের তদন্ত চলছে ততক্ষণ এসব বিষয় নিয়ে মন্তব্য করা আইনত সঙ্গত নয়।
Designed by: Sylhet Host BD
Leave a Reply