1. sm.khakon@gmail.com : bkantho :
দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে বৃহস্পতিবার - বাংলা কণ্ঠ নিউজ
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০২ পূর্বাহ্ন

দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে বৃহস্পতিবার

বাংলা কণ্ঠ ডেস্কঃ
  • শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২
  • ৭৬ বার পড়া হয়েছে

দেশে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড হয়েছে বৃহস্পতিবার। রাত ৯টায় এযাবতকালের সর্বোচ্চ ১৪ হাজার ১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।

রাতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) পরিচালক (জনসংযোগ) সাইফুল হাসান চৌধুরী সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

এর আগে দেশে সর্বোচ্চ ১৩ হাজার ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল ২০২১ সালের ২৬ এপ্রিল।

গরমের সময় বিদ্যুতের চাহিদা বৃদ্ধি এবং গ্রাহক সংখ্যা বেড়ে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন বাড়ানো হয়েছে বলে জানা গেছে।

সাইফুল হাসান চৌধুরী আরো জানান, বর্তমান সরকারের সময় গত ১১ বছরে দেশে বিদ্যুৎ উৎপাদন ব্যাপকহারে বেড়েছে। ২০০৯ সালের শুরুতে দেশের বিদ্যুতের মোট গ্রাহক ছিল এক কোটি আট লাখ। গত মার্চে তা দাঁড়িয়েছে তিন কোটি ৯৮ লাখে। এ সময় দেশে বিদ্যুৎ সুবিধাপ্রাপ্ত মানুষের সংখ্যা ৪৭ শতাংশ থেকে বেড়ে ৯৯ শতাংশে পৌঁছেছে।

পিডিবির হিসেবে, গত ১১ বছরের ১২৭টি নতুন বিদ্যুৎকেন্দ্র হয়েছে, যার ফলে দেশে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দাঁড়িয়েছে প্রায় ২২ হাজার মেগাওয়াটে।

এ সময়ে মাথাপিছু বিদ্যুৎ উৎপাদন ২৯২ শতাংশ বেড়ে ৫১২ কিলোওয়াট ঘণ্টা হয়েছে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD