বিশ্ব যক্ষা দিবস উপলক্ষে বরগুনায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৪ মার্চ) সকাল ৯ টায় জেলা সিভিল সার্জন অফিস চত্ত্বর থেকে শুরু হওয়া বর্ণাঢ্য র্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এ বারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘ বিনিয়োগ করি যক্ষ্মা নির্মূলে, জীবন বাঁচাই সবাই মিলে’।
পরে বরগুনার সিভিল সার্জন ডা. মো. ফজলুল হক এর সভাপতিত্বে এবং জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক খান মো. সালামাতুল্লাহ’র সঞ্চালয়নায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ব্র্যাক জেলা প্রতিনিধি (স্বাস্থ্য) মারুফ পারভেজ, ব্র্যাক জেলা ম্যানেজার (স্বাস্থ্য) সুশান্ত হাওলাদার, নাটাব বরগুনা জেলা সভাপতি খান মো. শামসুদ্দিন শানু, সিভিল সার্জন অফিসের সিনিরয় স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. ফোরকান আহমেদ প্রমূখ। এ ছাড়াও উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন অফিসের কর্মকর্তা, সাংবাদিক, নার্সসহ অন্যান্য অতিথিবৃন্দ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply