২৩ মার্চ বুধবার দুপুরে নবীগঞ্জ পৌরসভা প্রাঙ্গণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব মোঃ নজরুল ইসলাম ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রশাসন অধি শাখার যুগ্ম সচিব মনীন্দ্র কিশোর মজুমদার, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বৈদেশিক সহায়তাপুষ্ট প্রকল্প ও রণাবেক্ষণ অধি শাখার যুগ্ম সচিব সুলতানা ইয়াসমীনকে নবীগঞ্জ প্রেসক্লাব ২০২১ইং কর্তৃক অবিচল স্মরণিকা তুলে দেন প্রেসক্লাবের ২০২১ইং সালের সভাপতি উত্তম কুমার পাল হিমেল ও সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদার।
একটি আননাদঘন পরিবেশে স্মরনিকা প্রদানকালে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিন, নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোঃ তোফাজ্জল ইসলাম চৌধুরী, প্রবাসী কমিউনিটি লিডার প্রফেসর আব্দুল হান্নান, ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর মোঃ জাবেদ ইকবাল চৌধুরীসহ নবীগঞ্জ পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply