নবীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণ: বঙ্গবন্ধু হতে প্রধামন্ত্রী শেখ হাসিনা শীর্ষক জাতীয় সঙ্গীত পরিবেশন,শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ মার্চ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিনের সভাপতিত্বে এবং পজিপ কর্মকর্তা শাকিল আহমেদের পরিচালনানায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাদেক হোসেন,নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাকিল হোসেন,মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান প্রমূখ।
আলোচনা সভা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হয়।