1. sm.khakon@gmail.com : bkantho :
নবীগঞ্জে ডীপ টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুতপৃষ্টে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু - বাংলা কণ্ঠ নিউজ
শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৩:১৭ পূর্বাহ্ন

নবীগঞ্জে ডীপ টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুতপৃষ্টে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)
  • শুক্রবার, ১৮ মার্চ, ২০২২
  • ১৩০ বার পড়া হয়েছে
নবীগঞ্জে ডীপ টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুতপৃষ্টে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু
নবীগঞ্জে ডীপ টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুতপৃষ্টে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু। ফাইল ছবি
নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের সুজাপুর গ্রামে ডীপ টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুতপৃষ্ঠ হয়ে জুটন মিয়া (২৪),ও হাসি দিল (১৭), নামে দুই ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।  ১৭ মার্চ বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে। এতে আহত হয়েছেন আরোও  তিন জন। গুরুতর আহত অবস্থায় তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্থানীয়রা জানান, নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের সুজাপুর গ্রামের আব্দুল জলিল মিয়ার বাড়ির উঠানে সরকারী বরাদ্দকৃত টিউবওয়েল বসানোর জন্য সুনামগঞ্জ থেকে শ্রমিক আসে। দুপুরের দিকে টিউবওয়েল বসানোর জন্য সকল সরঞ্জাম তৈরী করছিলেন শ্রমিকেরা। এসময় বিদুতের মেইন লাইনে শ্রমিকদের হাতে থাকা লোহার পাইপ লেগে বিদ্যুতপৃষ্ট হয় ৫ জন নির্মাণ শ্রমিক।
বিদ্যুতপৃষ্ট হয়ে শ্রমিকরা মাটিতে লুটে পড়লে স্থানীয়রা তাদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিলেট পাঠানোর নির্দেশ দেন। আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথিমধ্যে জুটন মিয়া (২৪),ও হাসি দিল (১৭), নামে এই দুই ব্যক্তির মৃত্যু হয়। নিহত জুটন মিয়া সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার সেন নগর গ্রামের পিয়াজ আলীর পুত্র ও হাসি দিল একই জেলার শ্রীহাইল গ্রামের মোঃ আনু মিয়ার পুত্র।
খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই আমির হামজা লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করেন। এ ব্যাপারে এসআই আমির হামজা বলেন, ইতিমধ্যেই নিহতদের পরিবারের লোকজন থানায় এসেছেন। ময়নাতদন্ত শেষে লাশ দু’টি তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এদিকে এ ঘটনার খবর নবীগঞ্জ বাহুবল সার্কেল এএসপি আবুল খয়ের ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD