১৭ মার্চ- ২০২২ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী (জাতীয় শিশু দিবস) যধাযোগ্য মর্যাদায় পালন করতে প্রস্তুতি সভা করেছে বানিয়াচং উপজেলা প্রশাসন। মঙ্গলবার(১৫ মার্চ) সকাল ১১টায় হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) পদ্মাসন সিংহ বলেন, যথাযোগ্য মর্যাদায় ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীসহ জাতীয় দিবসসমূহ পালন করতে চাই। এতে ১৭-২৩ মার্চ পর্যন্ত উপজেলা পরিষদ মাঠে মেলা অনুষ্ঠিত হবে। এ ছাড়া কবিতা আবৃত্তি, বিতর্ক, সংগীত, মুক্তিযুদ্ধ কর্নার, চিত্রাঙ্কণ ও কুঁইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে করে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষকসহ সকল শ্রেণিপেশার মানুষের সহযোগিতা কামনা করি।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ মোঃ এনামুল হক, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম, বানিয়াচং থানার তদন্ত ওসি কবির হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল খালেক, সিনিয়র মৎস্য কর্মকর্তা নুরুল ইকরাম, পল্লীবিদ্যুতের ডিজিএম প্রকৌশলী মামুন মোল্লা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাউছার শোকরানা, জেলা ইমাম সমিতির সভাপতি মুফতি মাওলানা আতাউর রহমান, সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দাল হোসেন খান,
বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, বিএসডি আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোবাশ্বির আহমদ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় দাস, খাদ্য কর্মকর্তা খবির উদ্দিন, আদর্শবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এস এম হাফিজুর রহমান, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু, সহকারী উপজেলা শিক্ষা অফিসার হাসিবুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপার ভাইজার সম্পদ কান্তি তালুক দার, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আলী আকবর চৌধুরী, মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভানু চন্দ্র চন্দ, ফায়ার স্টেশনে কর্মকর্তা তোফাজ্জুল হোসেনসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ।
এরপূর্বে উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ’র সভাপতিত্বে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির