হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের এম.পি আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খানের প্রচেষ্টায়
লিবিয়ার জেলখানা থেকে মুক্তি পেল উত্তর সাঙ্গর গ্রামের তোফায়েল হোসেন, নয়া পাথারিয়া গ্রামের গিয়াস উদ্দিন ও নোয়াবাদ গ্রামের আলাউদ্দিনসহ ২৭০ জন বাঙালি।
প্রায় ১ বছর পূর্বে বানিয়াচং উপজেলার মন্দরী ইউনিয়নের উত্তর সাঙ্গর গ্রামের তোফাজ্জল হোসেন এর ছোট ভাই তোফায়েল হোসেন, মক্রমপুর ইউনিয়নের নয়া পাথারিয়া গ্রামের গিয়াস উদ্দিন ও হবিগঞ্জ সদর উপজেলার নোয়াবাদ গ্রামের আলাউদ্দিন ইতালির উদ্দেশ্য রওয়ানা দেয়। পথিমধ্যে লিবিয়ার পুলিশ তাকে আটক করে লিবিয়ার জেলখানায় বন্দি করে রাখে। তাদের আত্মীয় স্বজন দীর্ঘ তিনি চার মাস চেষ্টা তদবির করে কিছু করতে পারেনি।
পরবর্তীতে এমপি আব্দুল মজিদ খান এর শরণাপন্ন হলে তিনি পররাষ্ট্র মন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে যোগাযোগ করে লিবিয়ার জেল থেকে মুক্তির চেষ্টা চালান। ওনার সর্বাত্মক চেষ্টার ফলে লিবিয়ার সরকার তোফায়েল হোসেন সহ ২৭০জন কে মুক্তি প্রদান করেছেন।
তাদের পরিবারের লোকজন ও তার আত্মীয় স্বজন ্এমপি আব্দুল মজিদ খানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
Leave a Reply