প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১২, ২০২৫, ১২:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৭, ২০২৫, ৫:২২ পি.এম
হবিগঞ্জে জেলারকে বদলী জনিত বিদায় সংবর্ধনা

বদলী জনিত কারনে হবিগঞ্জ জেলা কারাগারের জেলার মোঃ মনির হোসেন চৌধুরী কে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। দীর্ঘদিন হবিগঞ্জ জেলা কারাগারে কর্মরত ছিলেন তিনি। বিদায়ী কর্মকর্তার নতুন কর্মস্থল ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেল সুপার মোঃ মজিবুর রহমান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদ্য পদোন্নতিপ্রাপ্ত জেলার সাইফুল ইসলাম, ফার্মাসিস্ট পাবেল দেব, সর্বপ্রধান কারারক্ষী, হিসাবরক্ষক ও অন্যান্য কর্মচারীবৃন্দ।
বক্তাগণ বিদায়ী জেলার মহোদয়ের কর্মদক্ষতা, দায়িত্বনিষ্ঠা ও নেতৃত্বগুণের প্রশংসা করেন। উপস্থিত অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণও নিজ নিজ বক্তব্যে তাঁর প্রতি শ্রদ্ধা ও শুভকামনা জ্ঞাপন করেন।
পরে বিদায়ী জেলার মোঃ মনির হোসেন চৌধুরীকে সম্মাননা ক্রেস্ট প্রধান করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম খোকন, মোবাইলঃ ০১৭১১-৯১২৫৮৪, ০১৫১১-৯১২-৫৮৮৪। ই-মেইলঃ banglakanthonews@gmail.com, ওয়েবঃ banglakantho.com