বিদ্যালয়ের ভবনের তৃতীয় তলার র্যালিং থেকে ছিটকে পড়ে মৃত্যুর সাথে কয়েক ঘন্টা পাঞ্জা লড়ে পরাজয় বরন করেছে এক শিশু। নিহত শিশু অন্তু দাস (৯) অচেতন অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল হাসপাতালে নেয়ার পথে মারা যায়। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের প্রত্যন্ত কান্দিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। নিহত শিশু অন্তু দাস কান্দিপাড়া গ্রামের সমর দাসের পুত্র।
স্কুলের প্রধান শিক্ষক চম্পা রানী চকদার জানান, টিফিন আওয়ারে বাচ্চারা খাওয়া দাওয়া ছাড়াও খেলাধুলায় মগ্ন থাকে । অন্তু এসময় তৃতীয় তলার র্যালিং বেয়ে হয়তো উঠানামা করছিল। এসময় সে র্যালিং থেকে ছিটকে মাটিতে লুটিয়ে পড়ে আহত হয়। তাকে দ্রুত হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার দ্রুত সিলেট ওসমানী মেডিক্যাল হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। সিলেট নিয়ে যাওয়ার পথে নবীগঞ্জের কাছাকাছি পৌঁছলে তার মৃত্যু হয়। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।