নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলায় অনুষ্ঠিত হয়ে গেল ‘‘প্রাথমিক শিক্ষা সম্মিলন ২০২৫’’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় অতিরিক্ত কমিশনার (রাজস্ব) মো: আজমল হোসনে ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। প্রধান অতিথি বলেন শিক্ষার মান্নোয়নের কোন সীমা নেই, এটি আকাশের মতো বিশাল।
আমাদের সকলকে নিজ নিজ জায়গায় থেকে প্রাথমিক শিক্ষার উন্নয়নে কাজে করে যেতে হবে। শিক্ষার মান্নোয়ন কোন একক শ্রেনি বা গোষ্ঠির পক্ষে সম্ভব নয়। ছাত্র-শিক্ষক, অভিভাবকসহ সমাজের সকল স্তরের অংশীজনকে একযোগে কাজ করতে হবে। এ বিষয়ে ছাড় দেওয়ার কোন সুযোগ নেই।
সরকার শিক্ষার মান্নোয়নে সম্ভব সবরকম চেষ্টা করে যাচ্ছেন। এখন দরকার সমাজের সকলের আন্তরিক চেষ্টা। সকলে মিলে কাজ করলে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাও উন্নত বিশ্বের কাজে রোল মডেল হতে পারে। প্রধান অতিথি বক্তব্যে এরকম একটি ব্যতিক্রমী অনুষ্ঠান আয়োজন ও প্রাথমিক শিক্ষার উন্নয়নে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমানের গৃহীত ও বাস্তবায়িত কাজের ভূয়সী প্রশংসা করেন।
তাঁকে এ ধারাবাহিকতা বজায় রাখারও পরামর্শ প্রদান করেন। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন উপজেলার ১১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারি শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। প্রাথমিক শিক্ষক সম্মিলনে কৃতি কাব শিক্ষার্থী, উপজেলা, জেলা, বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকা-২০২৪ ও বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উপলক্ষ্যে উপজেলা ও জাতীয় পর্যায়ে গুণী শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসনের অর্থায়নে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের চাহিদাভিত্তিক শিক্ষা উপকরণ, প্রধান শিক্ষকদের বিনামূল্যে কর্পোরেট সিম বিতরণ করা হয়।
[caption id="attachment_16050" align="alignnone" width="700"] প্রধান অতিথি উপস্থিত ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, বইয়ের মোড়ক উম্মোচন করছেন।[/caption]
প্রধান অতিথি সোনারগাঁ উপজেলার প্রাথমিক শিক্ষা বিভাগকে শতভাগ কাব-স্কাউট উপজেলা হিসেবে ঘোষনা করেন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমানের লেখা গবেষণাধর্মী বই ‘‘আমার দেখা প্রাথমিক শিক্ষা ও প্রত্যাশা’’ ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম সরকারের লেখা কবিতার বই ‘‘এ নয় আঁখিজল’’ এর মোড়ক উম্মোচন করেন।
এর আগে প্রধান অতিথি উপজেলার ৫৭নং ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে আগত অভিভাবকদের জন্য নির্মিত শেড ‘‘অভিভাবক ছায়াতল’’ উদ্বোধন করেন। উদ্বোধন শেষে প্রধান অথিতি ও বিশেষ অতিথি উপস্থিত ছয় শতাধিক অভিভাবকের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে উপজেলার প্রাথমিক শিক্ষা বিভাগসহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্যে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক উপজেলার ভবিষ্যৎ প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে গৃহীত উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ উপস্থাপন করেন।
উক্ত প্রাথমিক শিক্ষা সম্মিলন ২০২৫ এ সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান।