ঢাকা সিলেট মহাসড়কে বাস চাপার মা ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দিনারপুর কলেজের পাশ^বর্তী স্থানে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায় ঐ সময়ে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সাগরদীঘি এলাকার সৈয়দ আলীর স্ত্রী শামিমা আক্তার (৪০) তার পুত্র তকি মিয়া (৫) কে নিয়ে নবীগঞ্জ উপজেলার দিনারপুর আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন।
রাস্তা পারাপারের সময় দিনারপুর কলেজের সামনে সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান। এসময় আর বেশ কয়েকজন আহত হন। বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। নিহত শিশু স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র ছিল বলে জানা গেছে।