উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ থেকেঃ নবীগঞ্জ উপজেলার পৌরসভা তে ব্যবসায়ী /ক্ষুদ্র ব্যবসায়ীদের লিখিত অভিযোগ নিত্যপ্রয়োজনীয় ডিলারগণ প্রতিশ্রুত পণ্য (তেল) সহ কিছু দ্রব্য অর্ডার নিলেও, স্টক নেই বলে ফিরিয়ে দিচ্ছে। সাথে অতিরিক্ত অন্য পণ্য কিনতে হবে বা বেশি মূল্য দিতে হবে।
অবৈধ ভাবে গুদাম করে তেল সহ বিভিন্ন পণ্য দাম বাড়ানোর উদ্দেশ্যে মজুদ করে লুকিয়ে রাখছে। গায়ের মূল্যের চেয়ে খুচরা পর্যায়ে গ্রাহক থেকে বেশি নিতে বলা হচ্ছে। নতুন ট্যাগ বা গায়ের মূল্য এর উপর পুন লিখে বিক্রি করতে।
এসব লিখিত অভিযোগের ভিত্তিতে মনিটরিং করতে ৯ মার্চ বুধবার বিকাল ৫ টায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন কয়েকটি গুদামে মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযোগের পূর্ণ সত্যতা ও আসামীদের স্বীকারোক্তির ভিত্তিতে ২ ব্যবসায়ী মোঃ শামীম মিয়া ও ঝুনু পালকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারার অপরাধের দায়ে মোট ২৫ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করা হয়।
এ সময় দন্ডিত ব্যক্তিরা উপস্থিত জনগণ ও ব্যবসায়ীদের নিকট ক্ষমা চেয়ে তৎক্ষণাৎ ন্যায্য মূল্যে তেল সরবরাহ করে এবং ভবিষ্যতে আর উপর্যুক্ত অপরাধ করবে না মর্মে অঙ্গীকার করেন।
প্রসিকিউশন সহায়তা করেন নবীগঞ্জ থানা পুলিশের এস আই মৃদুল কান্তি ভৌমিক ও পুলিশের চৌকস দল।
নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম সহনীয় রাখতে উপজেলা প্রশাসন এর এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান,উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন।
Leave a Reply