বেনাপোল প্রতিনিধি || বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় মাদক ও নিষিদ্ধ পণ্য আমদানির অভিযোগে দুই সিঅ্যান্ডএফ লাইসেন্স বাতিল ও অভিযুক্তদের নামে মামলা দায়ের করেছে কাস্টমস সদস্যরা।
শনিবার (৫ মার্চ) মামলার হয়রানিমূলক অভিযোগ এনে সকাল থেকে কর্মবিরতি পালন করছেন বেনাপোল বন্দরের ব্যবসায়ীরা।এতে বন্ধ রয়েছে ভারতের সঙ্গে আমদানি-রফতানি বাণিজ্য।
ফলে বন্দরে শত শত ট্রাক পণ্য নিয়ে আটকা পড়েছে।আমদানি পণ্যের মধ্যে আটকা পড়েছে পচনশীল কাচামালসহ বিভিন্ন কলকারখানা কাচামাল। এর ফলে কাচামাল আমদানি কারকরা ক্ষতির মুখে পড়তে পারে বলে ধারনা করা হচ্ছে।
বুধবার (২ মার্চ)সকালে বেনাপোল বন্দর থেকে গোপন সংবাদের ভিত্তিতে দুই কোটি টাকার ভারতীয় ট্রাকসহ আটক করে কাস্টমস সদস্যরা। পরে ট্রাকটি তল্লাশি চালিয়ে বৈধ পণ্যের ভিতরে বিপুল পরিমাণ ফেনসিডিল , মদ, সিগারেট, বোমা তৈরির সরঞ্জাম পায়।মাদক আমদানির অভিযোগে শিমুল ট্রেডিং এজেন্সি ও আইডিএস গ্রুফ লিমিটেড নামে দুই সিঅ্যান্ডএফ লাইসেন্স বাতিল ও অভিযুক্ত ব্যবসায়ীদের নামে পুলিশে মামলা দায়ের করে কাস্টমস সদস্যরা।
বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সাজেদুর রহমান জানান, প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বৈধ ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে বাণিজ্য বন্ধ রাখা হয়েছে। মামলা প্রত্যাহার না করা হলে আগামীতে বড় ধরনের কর্মসূচি দেওয়া হবে।
বেনাপোল কাস্টমস জয়েন্ট কমিশনার আব্দুর রশিদ মিয়া জানান, বৈধ পণ্যের সঙ্গে যদি মাদক অথবা নাশকতামূলক কর্মকাণ্ডে উদ্দেশ্যে ব্যবহৃত সরঞ্জাম নিয়ে আসে তবে লাইসেন্স বাতিল বা মামলা করা ছাড়া উপায় থাকে না। কাস্টমস কর্তৃপক্ষ কেবল আইনি পদক্ষেপ নিতে লাইসেন্স বাতিল ও মামলা করেছে। তবে ব্যবসায়ীরা চাইলে তাদের সঙ্গে বসতে পারেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply