নবীগঞ্জ প্রতিনিধি।। হবিগঞ্জ জেলার নবীগঞ্জে উপজেলার আক্রমপুর লোকনাথ মন্দিরে প্রায় ৩ কোটি ব্যয়ে নির্মিত মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। ২ রা মার্চ বুধবার বিকাল ৪ টায় লোকনাথ মন্দির ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করেন,নৌ পরিবহণ মন্ত্রণালয় সাবেক সচিব ও বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাস্টি শ্রী অশোক মাধব রায়। ভিত্তি প্রস্থর স্থাপন শেষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
নবীগঞ্জ উপজেলা লোকনাথ সেবাসংঘের সভাপতি সুখেন্দু পুরকায়স্থের সভাপতিত্বে এবং মন্দির বাস্তবায়ন কমিটির সাধারন সম্পাদক রঞ্জিত চক্রবর্ত্তী এবং ইউপি চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানার যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নৌ পরিবহন মন্ত্রণালয়ের সাবেক সচিব ও বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাস্টি শ্রী অশোক মাধব রায়।
এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম,পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী,সাবেক মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এড: গতি গোবিন্দ দাশ, বাংলাদেশ কেন্দ্রীয় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কার্য্যনির্বাহী কমিটির সদস্য হিরেন্দ্র দত্ত,হবিগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি জগদীশ চন্দ্র মোদক,সাধারন সম্পাদক এডভোকেট স্বরাজ রঞ্জন বিশ্বাস,হবিগঞ্জ জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি এড: নলিনী কান্ত রায় নিরু, হবিগঞ্জ জেলা পুজা উদযাপন পরিষদের সাবেক সাধারন সম্পাদক অনুপ কুমার দেব মনা। এতে স্বাগত বক্তব্য রাখেন, লোকনাথ সেবাসংঘের সাবেক সভাপতি ভবানী শংকর ভট্টাচার্য্য,গৌতম কুমার রায়, কাউন্সিলর জায়েদ চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন, লোকনাথ মন্দিরের ভুমিদাতা সুবোধ মালাকার,ধীরেন্দ্র মালাকার,বিরেন্দ্র মালাকার,মনীন্দ্র মালাকার,জগন্নাথ মালাকার,জন্টু মালাকার, নবীগঞ্জ উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি সুখেন্দু রায় বাবুল,বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী,উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল,উপজেলা আওয়ামীলীগের সাংহঠনিক সম্পাদক রিজভী আহমদ খালেদ,লোকনাথ মন্দির বাস্তবায়ন কমিটির সভাপতি সাধন চন্দ্র দাশ, রোকনাথ সেবাসংঘের সাবেক সভাপতি নিতেশ রায়,রঙ্গ লাল রায়, বশির আহমদ চৌধুরী, এডভোকেট ফারুক মিয়া,রমাপদ রায়,অঞ্জ পুরকায়স্থ, বিধান ধর,নীলমনি সুত্রধর, চারু দেব, রঞ্জু দাশ,দিলীপ বনিক,নীলকণ্ট সুত্রধর,সুজিত পাল,শৈলেন চন্দ্র দাশ, অধ্যক্ষ তনুজ রায়,পিন্টু রায়, কাঞ্চন বনিক,আব্দুর রকিব শিপন,সাংবাদিক অঞ্জন রায়সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন প্রমূখ।
অশোক মাধব রায় বলেন, প্রত্যেক ধর্মের লোকজনকে যার যার ধর্মীয় রীতিনীতি অনুসরন করে চললে সমাজে শান্তি বিরাজ করবে। ধর্মীয় সম্প্রীতির শহর নবীগঞ্জে হিন্দু মুসলিম সকলের আন্তরিকতায় লোকনাথ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে যেহেতু মন্দির স্থাপনাও সুন্দরভাবে সম্পন্ন হবে। সরকারের দায়িত্বপ্রাপ্ত সচিব থাকাকালীন সময় সকল ধর্মের ধর্মীয় প্রতিষ্টানে যথাসাধ্য অনুদানের মাধ্যমে উন্নয়নের চেষ্টা করেছি।
তিনি বলেন, আমাদের ছেলে-মেয়েদেরকে ধর্মীয় শিক্ষা প্রদান করে আর্দশ মানুষ হিসাবে গড়ে তোলতে হবে। পরে তিনি নবীগঞ্জ বাজার কেন্দ্রীয় গোবিন্দ জিউড় আখড়া পরিদর্শন করার পর সন্ধ্যা ৭ টায় করগাঁও ইউনিয়নে বৈলাকিপুর গ্রামে প্রায় ৫০ লক্ষ টাকা ব্যয়ে শ্রী শ্রী রাখাল ঠাকুর মন্দিরের নাটমন্দির নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন কাজের উদ্বোধন করেন।
Leave a Reply