হবিগঞ্জের বানিয়াচংয়ে আর্থিক সাক্ষরতা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অর্থ সংক্রান্ত সব বিষয়ে ধারণা প্রদান করে জনসাধারণর আর্থিক সাক্ষরতা বৃদ্ধির লক্ষ্যে সোমবার (২৮ অক্টোবর) দুপুরে পূবালী ব্যাংক পিএলসি বানিয়াচং শাখার উদ্যোগে আইডিয়েল কলেজে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় কলেজের কয়েক শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের উপমহাব্যবস্থাপক ও মৌলভীবাজার’র অঞ্চল প্রধান মোঃ মুশফিকুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক বানিয়াচং শাখার ব্যবস্থাপক ড. মোহাম্মদ নোমান মিয়া।এসময় বক্তাগণ বলেন, যার আছে আর্থিক সাক্ষরতা, সে জানে অর্থের সঠিক ব্যবস্থাপনা।
পূবালী ব্যাংকের সঞ্চয় শতভাগ নিরাপদ এবং গ্রাহক বান্ধব। তাই ব্যাংকে সঞ্চয় করুন আগামীর নিরাপদ জীবন গড়ুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী মহা-ব্যবস্থাপক মোহাম্মদ ছরওয়ার আলম, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, বানিয়াচং আইডিয়েল কলেজের অধ্যক্ষ মোঃ ফরিদ হুসেন, প্রভাষক মোঃ জসিম উদ্দিন, অরূপ দাশ, আমিনুল ইসলাম প্রমুখ।