হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের বানিয়াচংয়ে জাতীয় ভোটার দিবস-২০২২ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
“মুজিব বর্ষের অঙ্গীকার রক্ষা করব ভোটাদিকার” এই প্রতিপাদ্যে ০২ মার্চ বুধবার সকাল ১১ ঘটিকায় বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ।
উপজেলা যুবউন্নয়ন অফিসার জাফর ইকবাল’র সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার আরমান ভূইয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা ইমাম সমিতির সভাপতি মুফতি মাওলানা আতাউর রহমান, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার সুদিপ কুমার দেব প্রমুখ।
এছাড়া উপজেলা মৎস্য অফিসার মোঃ নূরুল কবির ইকরাম, উপজেলা মহিলা বিষয়ক অফিসার কুহেলিকা সরকার, উপজেলা সমবায় অফিসার সৈয়দ হোসেনসহ বিভিন্ন দফতর প্রধান ও একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে উপজেলা নির্বাচন অফিসার উপস্থিত লোকজনের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply