দুবাইয়ে পর্দা উঠল নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের। উদ্বোধনী ম্যাচেই মাঠে নেমেছে টাইগ্রেসরা। শারজায় বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড। যেখানে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির।
প্রতিপক্ষ প্রথমবারের মতো নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসা স্কটল্যান্ড হলেও ম্যাচটা বেশ গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। জয় দিয়ে আসর সূচনা করতে তো বটেই, আসরে দীর্ঘ ১০ বছরের জয়খরা কাটাতে মরিয়া টাইগ্রেসরা।
২০১৪ সালের পর চারটি ভিন্ন বিশ্বকাপ খেললেও এখনো জয়ের দেখা পায়নি বাংলাদেশ। এবার সেই আক্ষেপ মেটানোর সহজ সুযোগ বাংলাদেশের সামনে। পরিসংখ্যানও বলছে, তাদের সাথে আগের চার দেখায় চারবারই জয় পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
এদিকে এই ম্যাচ দিয়ে দারুণ এক মাইলফলক স্পর্শ করলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। প্রথম বাংলাদেশী হিসেবে নারীদের ক্রিকেটে ১০০ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলছেন তিনি।
অন্যদিকে নাহিদা আক্তারও আছেন এক মাইলফলকে দাঁড়িয়ে। সাকিব-মোস্তাফিজের পর তৃতীয় বাংলাদেশী হিসেবে টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের মাইলফলকের সামনে। তার দরকার আর মাত্র ১ উইকেট।
বাংলাদেশ-স্কটল্যান্ড ম্যাচ শুরু বিকেল ৪টায়।
বাংলাদেশ একাদশ
মুর্শিদা খাতুন, সাথি রাণি, সোবহানা মোস্তারি, নিগার সুলতানা জ্যোতি, তাজ নাহার, স্বর্ণা আক্তার, রিতু মনি, ফাহিমা খাতুন, রাবেয়া খাতুন, নাহিদা আক্তার ও মারফা আক্তার।