নবীগঞ্জ আলোকিত ব্যাচ'৯৫ এর উদ্যোগে বন্যার্তদের মাঝে আর্থিক অনুদান বিতরণের প্রস্তুতি সভা ৩০ আগস্ট শুক্রবার সন্ধ্যা ৭ টায় অনুষ্ঠত হয় । সংগঠনের কার্য্যকরী কমিটির সভায় সভাপতি ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু হুরায়রা মামুনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন,রুবেল মিয়া,শামীম আহমদ,জাহাঙ্গীর বখত চৌধুরী,কাঞ্চন বনিক,শাহ সাজিদুর রহমান,আব্দুল
মজিদ, সালেহ আহমদ,লোমেশ রঞ্জন দাশ, তোফায়েল আহমদ,এলেমান আহমদ চৌধুরী,রাজীব কুমার রায়,স্বপন চক্রবর্ত্তী,আবদুল্লাহ আল মামুন, শাহ জামিল আহমদ,সুদীপ চন্দ্র দাশ,শংকর চন্দ প্রমুখ। সভায় আলোচনা ক্রমে ২ শতাধিক বন্যার্ত পরিবার সনাক্ত করে নগদ অর্থ ত্রান হিসাবে আগামী শুক্রবার টিম ওয়ার্কসর মাধ্যমে প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়ে।