পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফের সাথে বৈঠক করেছে বিএনপি। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটি ও আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘এ সাক্ষাৎকারে আমরা আমাদের দ্বি-পক্ষীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। দু’দেশের মধ্যে ব্যবসায়িক অর্থনৈতিক কূটনৈতিক সম্পর্ক নিয়ে আলোকপাত হয়েছে।’
শুক্রবার বেলা ১১টা গুলশান চেয়ারপারসন অফিস সাক্ষাৎ করতে আসেন সৈয়দ আহমদ মারুফ। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটি ও আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাবেক সাংগঠনিক সম্পাদক (বিএনপির সদস্য পদসহ সকল পদ স্থগিত) শামা ওবায়েদ।
আমীর খসরু বলেন, ‘স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখে পারস্পরিকভাবে এগিয়ে যাওয়া নিয়ে আলোচনা এসেছে। আঞ্চলিক সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সকলের সাথে সম্পর্কের মাধ্যমে আমরা এগিয়ে যেতে চাই।’
দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা ও বাংলাদেশের জন্য উপকৃত হয় সে বিষয় আলোচনা এসেছে বলেও জানান তিনি।