হবিগঞ্জ প্রতিনিধি॥ বানিয়াচংয়ে উৎসব মূখর পরিবেশে ১নং ইউনিয়ন বিএনপি’র সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মোঃ আনছার উদ্দিন সভাপতি, ফজলে এলাহী যাদু সাধারণ সম্পাদক ও মোঃ মিয়া হোসেনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।
২৬ ফেব্রুয়ারি শনিবার কামালখানী হাসান মঞ্জিলে সকাল ৮ ঘটিকা থেকে বিকাল ২ ঘটিকা পর্যন্ত উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে মোট ৪৫৯ জন ভোটারের মাঝে ৩৯০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনের পরপরই ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুর রৌফ মিয়ার সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ্ব জিকে গউছ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
হবিগঞ্জ জেলা বিএনপি’র আহবায়ক আলহাজ্ব আবুল হাশিম,যুগ্ন আহ্বায়ক এডভোকেট এনামুল হক সেলিম, মিজানুর রহমান, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমদ,যুগ্ন আহবায়ক ওয়ারিশ উদ্দিন খান,ফরহাদ হোসেন বকুল, এডভোকেট আব্দুল কাদির,মহিবুর রহমান বাবলু,খালেদ মিয়া, শেখ আমির হোসেন, সালাউদ্দিন ফারুকসহ জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র আহবায়ক আলহাজ্ব লুৎফুর রহমান।
Designed by: Sylhet Host BD
Leave a Reply