বানিয়াচং থেকে বিভিন্ন রোডে চলাচলকারী সিএনজি ভাড়া নির্ধারন করে দেওয়া হয়েছে। নির্ধারিত বাড়ার বেশি কেউ দাবী করলে উপযুক্ত প্রমানসহ সেনা ক্যাম্পে জানালে ব্যবস্থা নেওয়া হবে। রোববার (১১ আগস্ট) বিকাল সাড়ে ৩ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে স্থানীয় সিএনজি মালিক সমিতির নেতাদের সাথে বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেওয়ার পর গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন মেজর মাহি আহমেদ চৌধুরী।
বড়বাজার সিএনজি মালিক সমিতির সেক্রেটারী সাজিরুল মিয়া জানান, সকাল ৬ টা থেকে রাত ১০টা পর্যন্ত বানিয়াচং থেকে হবিগঞ্জ ভাড়া ৫০ টাকা, নবীগঞ্জ ৬০ টাকা ও আজমিরীগঞ্জ ৬০ টাকা। এরবেশি কেউ দাবী করলে ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া ভাড়ার তালিকা স্ট্যান্ডসহ বিভিন্ন গুরুত্বর্পর্ণ স্থানে টানিয়ে রাখা হবে।