বাঙ্গালী অধ্যুসিত পূর্বলন্ডনের মাইক্রো বিজনেন্স সেন্টারে যুক্তরাজ্য যুবলীগের সভায় হামলা করার সময় বিএনপি‘র এক কর্মিকে হাতেনাতে গ্রেফতার করেছে ব্রিটিশ পুলিশ। গ্রেফতারকৃত ওই কর্মির নাম শেখ আবু নাসের বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল ১৮ জুলাই বৃহস্প্রতিবার লন্ডন সময় সন্ধ্যে সাতটায়।
১৮ জুলাই বৃহস্প্রতিবার ২০২৪ বাংলাদেশে কোটা আন্দোলনকারীদের উপর পুলিশি হামলার প্রতিবাদে লন্ডন সময় বিকেল চারটায় পুর্ব লন্ডনের আলতাব আলী পার্কে ‘‘যুক্তরাজ্যের সর্বস্থরের জনগনের‘‘ ব্যানারে প্রতিবাদ সমাবেশের ডাক দেয় লন্ডনে সামাজিক এবং মানবাধিকারের নাম ব্যবহার করে গড়ে উঠা জামাতি সংগঠন ‘‘নিরাপদ বাংলাদশ চাই‘‘, ‘‘অনলাইন এক্টিভিষ্ট ফোরাম‘‘, ‘‘সেইভ বাংলাদেশ‘‘ সহ কয়েকটি জামাতি সংগঠন। বিকেল তিনটা থেকেই বিভিন্ন ব্যানার ব্যাবহার করে জামাত অনুসারীরা সমবেত হয় ইষ্ট লন্ডনের আলবাব আলী পার্কে।
তাদের সাথে যুক্ত হয় যুক্তরাজ্য বিএনপি ও তার অঙ্গ সংগঠন গুলোর সদস্যরা। এসময় তারা ঘোষনা দেয় আলতাব আলী পার্কে আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগের কেউ প্রবেশ করতে পারবেনা। যদিও ওই দিন বিকেল ৫টা ৩০মিনিটে এই আলতাব আলী পার্কে সমাবেশের ঘোষনা দিয়েছিল যুক্তরাজ্য যুবলীগ। দুপুর থেকেই মাঠ দখল করে রাখায় যুবলীগ কর্মিরা পার্কে প্রবেশ করতে না পারায় পার্শবর্তি মাইক্রো বিজনেন্স সেন্টারে সমাবেশের ডাক দেয়।
মাইক্রো বিজনেন্স সেন্টারে যুবলীগের সমাবেশ চলাকালে আলতাব আলী পার্ক থেকে মিছিল নিয়ে জামাত-বিএনপির অনুসারীরা সেন্টারে গিয়ে যুবলীগ কর্মিদের হামলা চালায়। যুবলীগ কর্মিরা হলের ভিতরে আশ্রয় নিলেও বাইর থেকে তাদের উপর ইট পাটকেল নিক্ষেপ করে জামাত বিএনপির কর্মিরা। এসময় ব্রিটিশ পুলিশকে কল করা হলে হামলাকারী কয়েকজন পালিয়ে গেলেও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শেখ আবু নাসের নামের এক বিএনপি
কর্মিকে গ্রেফতার করে।
আলতাব আলী পার্কের সমাবেশ থেকে জামাত-বিএনপির অনুসারীরা ঘোষনা দেয় শেখ হাসিনা পদত্যাগ
নাকরা পর্জন্ত তারা ঘরে ফিরবেনা। কোটা আন্দোল এখন আর সাধারন ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ নেই।
এটা জাতীয় দাবি, কোটা সংস্কার নয় সম্পুর্ণ বাতিল করতে হবে সেই সাথে ভারতের সাথে করা সকল চুক্তি
বাতিল করে শেখ হানিাকে দেশ ছেড়ে চলে যেতে হবে।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নিরাপদ বাংলাদেশ চাই এর সভাপতি মুসলিম খান, নৌশিন মোস্তারি মিয়া, সাংবাদিক শামসুল আলম লিটন, অলি উল্রাহ নোমান, এবং যুক্তরাজ্য বিএনপির সাধারন সম্পাদক কয়ছর এম আহমদ, যুগ্ম সম্পাদক খসরুজামান খসরু , বিএনপি নেতা মৌলানা শামীম প্রমুখ।