প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৩, ২০২৪, ৭:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৪, ২০২৪, ৯:৩০ এ.এম
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে সিরাজগঞ্জ সদর ছাত্রদলের বৃক্ষরোপন
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম) ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে সিরাজগঞ্জ সদর উপজেলা ছাত্রদল মঙ্গলবার দুপুরে আব্দুল্লাহ আল মাহমুদ স্কুল এন্ড কলেজ ও আবেদা মাহমুদ মাদ্রাসার আঙিনায় শতাধিক ফলজ ও ঔষুধি গাছ রোপণ করে।
এ সময় সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক ইকবাল হোসেন জীবন বলেন, বিএনপি’র প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম একজন পরিবেশ ও কৃষি বান্ধব মহান নেতা ছিলেন। যার অনুপ্রেরণা, দেশপ্রেম ও আদর্শকে লালন করেই আমরা তার ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে কেন্দ্রীয় ছাত্রদলের দিক নির্দেশনায় এবং সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সার্বিক সহযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গিনায় ফলজ ও ঔষুধি গাছ রোপণ করছি। আমরা এই বর্ষা মৌসুমে আরও অনেক বৃক্ষরোপণ করার পরিকল্পনা হাতে নিয়েছি।
এসময় জেলা ছাত্রদলের সহ সভাপতি রিপন,সদর উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায় তন্ময়,রিয়াদ,সদস্য মুন্না, শিয়ালকোল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহিন রেজা সহ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলো।
শিয়ালকোল ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দেরা বৃক্ষরোপন কর্মসূচীতে সার্বিক সহযোগীতা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম খোকন, মোবাইলঃ ০১৭১১-৯১২৫৮৪, ০১৫১১-৯১২-৫৮৮৪। ই-মেইলঃ banglakanthonews@gmail.com, ওয়েবঃ banglakantho.com