ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রহিজ মেম্বার মার্কেটের দ্বিতীয় তলায় সোশ্যাল ইসলামী ব্যাংকের উপশাখা উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৭-০৩-২৪) সকালে সারা দেশের ৭ টি শাখার পাশাপাশি অনলাইনে কেন্দ্রিয় ব্যাংকটি উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোশাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জাফর আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, পৌর মেয়র এড. শিবশংকর দাস।
আব্দুল মোখলেছ ভুঁইয়ার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য মোঃ নাছির উদ্দিন, মাওলানা মোঃ মেহেদী হাসান, বিশিষ্ট ঠিকাদার মাহবুবুর রহমান, উপজেলা হেফাজত ইসলামের সভাপতি, মাওলানা আমিরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী শুক্কুর খান, বিশিষ্ট ঠিকাদার সুমন আলম, বিশিষ্ট ঠিকাদার সাদির মিয়াস, নবীনগর বাজার কমিটির সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম জনিসহ নবীনগরের বিশিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদাররা।
এ সময় নবীনগর এস. আর জামে মসজিদের ইমাম মাওলানা মকবুল হোসাইন উদ্বোধন অনুষ্ঠানে দোয়া পড়েন।
Leave a Reply