নবীগঞ্জ প্রশাসনের উদ্যোগে ২২ মার্চ শুক্রবার সকালে অবৈধভাবে মাটিকাটার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।
এ সময় নবীগঞ্জ উপজেলার ৮ নং নবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম তিমিরপুর এলাকায় অবৈধভাবে মাটি কাটায় মোবাইল কোর্ট পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ শাহিন দেলোয়ার।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় পৌরসভার পূর্ব তিমিরপুর গ্রামের লিলু মিয়ার পুত্র মো. শাজাহান মিয়াকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন নবীগঞ্জ থানা পুলিশের একটি টিম। নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভুমি শাহিন দেলোয়ার জানান, অবৈধ মাটি/বালু উত্তোলনের বিরুদ্ধে জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply