প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৩, ২০২৫, ২:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৬, ২০২৪, ১০:১৯ এ.এম
সিরাজগঞ্জে বিলের দখলীয় স্বত্ব টিকে রাখার দাবিতে ভুমিহীনদের মানবন্ধন

বৃহস্পতিবার দুপরে সিরাজগঞ্জের কালেক্টরেট ভবনের সামনে রায়গঞ্জ উপজেলার সোনাইডাঙ্গা বিলের খাসজমির দখলীয় স্বত্ব টিকে রাখার দাবিতে মানবন্ধন করেছে দুইশতাধিক ভুমিহীন নারী-পুরুষ।
মানববন্ধন চলাকালে ভুমিহীন নারী-পুরুষরা অভিযোগ করে বলেন,সোনাইডাঙ্গা বিলের সরকারী ২৮ একর অনাবাদি খাসজমি স্থানীয় জোড়দারদের দখল মুক্ত করে ২০০৮ সাল থেকে তারা চাষাবাদ করে আসছে।
এখন স্থানীয় প্রভাবশালী ইউপি মেম্বার শরিফুল ইসলাম প্রভাব প্রতিপত্তি খাটিয়ে ভুমিহীন নারী-পুরুষদের উপর নির্যাতন চালিয়ে তাদেরকে সোনাইডাঙ্গা বিলে চাষাবাদ করতে দিচ্ছে না। গরীব ভুমিহীনরা চাষাবাদ করতে না পারলে তাদেরকে অর্ধাহারে অনাহারে থাকতে হবে।
মানববন্ধন শেষে নির্যাতিত ভুমিহীনদের সোনাইডাঙ্গা বিলের সরকারী খাসজমিতে দখলীয় স্বত্ব টিকে রাখা,চাষাবাদের সুযোগ দেওয়া ও রোপনকৃত ধান কেটে ঘরের তোলার সুযোগ দেওয়ার জন্য ভুমিহীনদের প্রতিনিধিরা সিরাজগঞ্জ জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করে।
জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমানের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন রেভিনিউ ডেপুটি কালেক্টর আরডিসি ইসরাত জাহান ।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম খোকন, মোবাইলঃ ০১৭১১-৯১২৫৮৪, ০১৫১১-৯১২-৫৮৮৪। ই-মেইলঃ banglakanthonews@gmail.com, ওয়েবঃ banglakantho.com