1. sm.khakon@gmail.com : bkantho :
ইমরান খানের নির্দেশের অপেক্ষায় পিটিআই-সংশ্লিষ্ট এমপিরা - বাংলা কণ্ঠ নিউজ
বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪, ০৪:৫০ পূর্বাহ্ন

ইমরান খানের নির্দেশের অপেক্ষায় পিটিআই-সংশ্লিষ্ট এমপিরা

বাংলা কণ্ঠ ডেস্ক
  • রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৯ বার পড়া হয়েছে
ইমরান খানের নির্দেশের অপেক্ষায় পিটিআই-সংশ্লিষ্ট এমপিরা

পাকিস্তানে করণীয় সম্পর্কে নির্দেশনার অপেক্ষায় রয়েছে তেহরিক-ই-পাকিস্তান (পিটিআই)-সংশ্লিষ্ট পার্লামেন্ট সদস্যরা। গত ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে তারা প্রায় ১০০ আসনে জয়ী হয়েছে। ফলে অঘোষিতভাবে তারাই পার্লামেন্টে একক বৃহত্তম দল। দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) ৭৩টিতে, পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ৫৩টিতে এবং এমকিউএম-পি ১৭টিতে জয়ী হয়েছে।

ইসলামাবাদ থেকে আল জাজিরার কামাল হায়দার বলেন, ‘এটা সম্ভবত পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে বিতর্কিত নির্বাচন।’তিনি বলেন, পিটিআইয়ের চেয়ারম্যান গোহার আলি খান তার দলের কেন্দ্রীয় ও পাঞ্জাবে সরকার গঠনের ব্যাপারে আত্মবিশ্বাসী। এছাড়া খাইবার পাকতুনখাওয়া প্রদেশেও তার দল বিপুল বিজয় পেয়েছে। তবে নওয়াজ শরিফও বিজয় দাবি করেছেন।

পাকিস্তানি বিশ্লেষক জাইগাম খান বলেছেন, বর্তমান অবস্থার নিরসন হওয়ার দুটি পথ আছে। খুব সম্ভবত ইমরান খানের পিটিআইকে বাদ দিয়ে অন্য সকল দল একটি জোট সরকার গঠন করতে পারে। এতে পিএমএল-এন, পিপিপি, জামায়াতে ইসলামি এবং দলগুলো শরিক হবে।

তিনি বলেন, দ্বিতীয় বিকল্পটি হলো পিটিআইয়ের সাথে পিপিপি যোগ দিয়ে সরকার গঠন করবে। তবে প্রায়োগিকভাবে সম্ভব হলেও বাস্তবে সম্ভাবনা খুবই কম। উল্লেখ্য, ইমরান খানের সরকার পতনের পর পিএমএল-এন এবং পিপিপি ও অন্য দলগুলো মিলে সরকার গঠন করেছিল।

তবে স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে পিটিআই সরকার গঠনের পরিকল্পনার কথা ঘোষণা করেছেন পিটিআইয়ের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যারিস্টার গহর খান। একই আজ রোববার পিটিআই দেশজুড়ে শান্তিপূর্ণ বিক্ষোভ-প্রতিবাদ করবে বলে জানিয়েছেন তিনি।

গহর আলী খান দাবি করেছেন, প্রেসিডেন্ট আরিফ আলভি তাদের সরকার গঠনে আমন্ত্রণ জানাবেন। শনিবার নিজের বক্তব্যে তিনি জানান, যেহেতু জাতীয় পরিষদের নির্বাচনে তারাই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন, তাই সংবিধান অনুযায়ী তাদের সরকার গঠনের আমন্ত্রণ জানানো হবে।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজকে গহর খান বলেন, অপর দুই দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএলএন) বা পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) কিংবা অন্য কোনো দলের সাথে জোট করার কোনো পরিকল্পনা নেই দলটির। ‘এখন পর্যন্ত যে ফলাফল এসেছে, তাতে এটি স্পষ্ট যে পিটিআই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে। তা ছাড়া পাঞ্জাবের প্রাদেশিক আইনসভায় আমরা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছি।’ ‘যেহেতু এককভাবে সরকার গঠনের সুযোগ আমাদের রয়েছে, তাই জোট গঠনের কোনো পরিকল্পনা আমাদের নেই। পিএমএলএন অথবা পিপিপির সাথে কোনো যোগাযোগও আমাদের হয়নি।’

পাকিস্তানে ২ স্বতন্ত্র এমপির পিএমএল-এনে যোগদান
পাকিস্তানি নির্বাচন-পরবর্তী পরিস্থিতির মধ্যে দুই স্বতন্ত্র পার্লামেন্ট সদস্য পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজে (পিএমএল-এন) যোগদান করেছেন। শনিবার রাতে যোগ দিয়েছেন মিয়া মোহাম্মদ খান বুগতি। এর আগে রাজা খুররম নওয়াজ একই সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন।

স্বতন্ত্রী হিসেবে মোহাম্মদ খান বুগতি এনএ-২৫৩ আসন থেকে জয়ী হয়েছিলেন। পিএমএল-এন সভাপতি শেহবাজ শরিফ শনিবার বুগতির সাথে টেলিফোনে আলোচনা করেন। এ সময় বুগতি পিএমএল-এন সুপ্রিমো নওয়াজ শরিফ এবং শাহবাজ শরিফের প্রতি তার পূর্ণ আস্থার কথা ঘোষণা করেন। পিএমএল-এনে বুগতির যোগদানকে স্বাগত জানান শাহবাজ শরিফ।

বুগতি বলেন, ‘আমি আনুষ্ঠানিকভাবে পিএমএল-এনে যোগদানের কথা ঘোষণা করছি। আমি পিএমএল-এন টিকিট পাইনি। এখন স্বতন্ত্র হিসেবে জয়ী হয়েছি। আমি পিএমএল-এনে যোগ দিচ্ছি।’

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD