হবিগঞ্জের নবীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতারি পরোয়ানা সাজাপ্রাপ্ত আসামিসহ এক চোরকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানার একদল পুলিশ।
২৮ নভেম্বর মঙ্গলবার গোপন সংবাদ ভিত্তিতে গভীর রাতে পৃথক স্থান থেকে গ্রেফতারি পরোয়ানা সাজাপ্রাপ্ত আসামি ও হবিগঞ্জ রোড ইমামবাড়ী বাজার সংলগ্ন দক্ষিণ পাশে রাস্তা থেকে চোরাইকৃত মিশুক গাড়ীসহ এক চোরকে গ্রেফতার করা হয়। নবীগঞ্জ থানায় মামলা নং-১১ ও ধারা-৩৭৯/৪১১ পেনাল কোড মামলার এজাহার নামীয় আসামী হলো নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের সর্দারপুর গ্রামের মৃত আতর আলীর পুত্র আমান উদ্দিন(৩০)।
সিআর-৫৭৬/২২(নবীঃ), মামলার পরোয়ানা ভুক্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামি হলো ১৩নং পানিউমদা ইউনিয়নের বড়চর গ্রামের সালেহ আহমেদের পুত্র জুবায়েল। নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলীর নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে পৃথক পৃথক স্থান থেকে পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ,নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী তিনি বলেন, সাজাপ্রাপ্ত ও চোরাইকৃত মিশুক গাড়ীসহ চোরকে হবিগঞ্জ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply