1. sm.khakon@gmail.com : bkantho :
বিনাশী খেলা - বাংলা কণ্ঠ নিউজ
সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:০৮ পূর্বাহ্ন

বিনাশী খেলা

Reporter Name
  • বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০
  • ১০১ বার পড়া হয়েছে

আবদুল লতিফ জনি
হায়রে অভাগা, হায়রে জাতি, দেখিছো সহিছো নীরবে,-
বাংলা মায়ের শিরাসম নদী পচিয়া মরিছে, কি হবে?।।

নদী আর জল, ধরায় মিশিয়া করিয়াছে পূন্যভূমি,-
ছেদন করিলি ওরে নরাধম, দুষণ করিলি জমি।।

পদ্মা, মেঘনা, যমুনা,সুরমা, বুড়িগঙ্গা, কর্নফুলী,-
মায়ের বদনে মিশে একাকার জড়িয়াছে অঙ্গে ধুলি।।

মায়ের আঁচলে আদরে সোহাগে কাটিয়েছি অনন্ত কাল,-
শকুনের নখর বসিয়াছে দেহে হাজারো পঙ্গপাল।।

পুকুর, জলাশয়, ফসলের মাঠ সবুজ পাহাড় বন,-
দখলে, বিনাশ করিতেছে সবি, কষ্টে কাঁদিতেছে মন।।

প্রকৃতি, ধ্বংস করিয়া চলেছো গড়িতেছো বিলাশ বাড়ী,-
উর্বর মাটি পুড়িয়া কঙ্কাল করিতেছো তাড়াতাড়ি।।

ধুলা আর বালি, বিষাক্ত ধোঁয়ায় বাতাস করিতেছো ভারী,-
হাঁটে আর মাটে শহর কিংবা গাঁয়ে কোথাও বাঁচিতে না পারি।।

নি:স্ব হলো মানব জাতি, সমাজ করিলো দুষণ,-
ধর্মান্ধতার উগ্র মানসে চলিতেছে নিষ্ঠুর শাসন।।

ফুজি, মিসিসিপি, ভলগা, মুরাই, টেমস, রাঈনের জলে,-
স্নোভী, দিনালী, আল্পস, হিমালয়, ভাঙ্গিয়া পড়িতেছে তলে।।

জলে আর স্থলে অসীম নীলাকাশে চলিতেছে বিনাশী খেলা,-
স্রষ্টার বিধান বুঝিবে অচিরে সাঙ্গ হইলে বেলা।।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD